কালীঘাটে জগন্নাথ জিউর আখড়া মন্দিরের ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্র্রী শ্রী রাধাকৃষ্ণে অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

DSC_0633 copyগতকাল নগরীর কালীঘাটে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া কর্তৃপক্ষের আমন্ত্রনে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্র্রী শ্রী রাধাকৃষ্ণে অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় মন্দির কর্তৃপক্ষ মন্ত্রী মহোদয়কে বলেন, মন্দিরের ভূমি নিয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে এবং তিনি বলেন, এই মন্দিরের সমস্যা নিরসনের লক্ষ্যে আমি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়মত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নীলকণ্ঠ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগ নেতা বিজিত চৌধুরী, ট্রাষ্টি চন্দন রায়, আওয়ামীলীগ নেতা এস এম নুনু মিয়া, দিবাকর ধর রাম, স্বপন কর্মকার, ডা. সুদর্শন বনিক, মদন মোহন কর্মকার, ডা. আরমান আহমদ শিপলু, মহিলা কাউন্সিলর দিবারানী দে বাবলী, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, যুবলীগ নেতা বাবলা চৌধুরী, এডভোকেট বিজয় কুমার দেব, প্রদীপ কুমার কর্মকার, উত্তম ঘোষ, বিপ্লব কর্মকার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, এডভোকেট মাধব দে, বিধান সাহা, নেপাল কর্মকার, বিকাশ দে প্রমুখ।