বিশ্বনাথে সড়ক নির্মাণ করতে বসতঘর – দোকান কোঠা ভেঙ্গে দিচ্ছেন এলাকাবাসি
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩.২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য ইট-পাথরের তৈরী বসতঘর-দোকান কোঠা ভেঙ্গে দিচ্ছেন এলাকাবাসি। উপজেলা লামারচক, চকরাপ্রসাদ, নওধার, বৈরাগীবাজার এলাকার সর্বস্থরের জনসাধারণ সেচ্ছাশ্রমের মাধ্যমে এসব কর্মকান্ডে অংশগ্রহন করছেন। ‘রামাপাশা-লামারচক-বৈরাগীবাজার’ সংযোগ সড়কটি পাকাকরণের কাজ সম্পন্ন হলে উপজেলা সদরের সাথে ওই এলাকার কয়েক হাজার মানুষের যোগাযোগ ক্ষেত্রে দুর্ভোগ কমে যাবে।
সড়ক বাস্তবায়ক কমিটির আহবায়ক ও স্থানীয় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান খান মেম্বার এবং সদস্য সচিব প্রভাষক আবদুর রশীদ মঙ্গলের নেতৃত্বে ২১ সদস্য বিশিস্ট কমিটির তত্ত্বাবধানে এগুচ্ছে সড়ক নির্মাণের প্রাথমিক কর্মকান্ড। গতকাল শুক্রবার সড়ক নির্মানের প্রস্ততি কর্মকান্ড পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সড়ক বাস্তবায়ক কমিটির আহবায়ক আনোয়ার খান চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান খান মেম্বার, সদস্য সচিব প্রভাষক আবদুর রশীদ মঙ্গল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সহ এলাকার বিশিস্ট জন। এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবদুল খালিক, আবদুস শহিদ, শফিকুর রহমান বাবুল, গনি মিয়া, আখলুছ আলী, সানোয়ার হোসেন সুনু, মোহাম্মদ আলী, আলতাবুর রহমান, হারিছ আলী প্রমুখ।