প্রবাসীরা সবসময় নিজ জন্মভূমির কল্যাণ চায়

বিশ্বনাথ প্রেসক্লাবে প্রবাসীর মতবিনিময়ে মো. রইছ আলী

photoবিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ প্রেসক্লাবের দাতা সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী, প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. রইছ আলী বলেছেন, নিজ জন্মভূমির উন্নয়ন চায় সব প্রবাসী। প্রবাসে থাকলেও নাড়ীর টান থাকে। কষ্ঠার্জিত অর্থ দিয়ে শিক্ষাসহ সব ধরনের উন্নয়নে প্রবাসীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রবাসীদের আগ্রাধিকার দিয়ে যাচ্ছে। তাদের ধারা বিশ্বনাথে যতেষ্ঠ আত্বসামাজিক উন্নয়ন হচ্ছে। প্রেসক্লাব কে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করবেন বলে রইছ আলী বলেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক জালালউদ্দিন, সদস্য বশির আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব-গঠিত প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, শিক্ষানুরাগী আব্দুল গণি, শাহ মো. লিলু মিয়া, কাওছার আহমদ, আক্তার আলী প্রমুখ।