ভক্ত-আশেকানদের মিলন মেলায় শেষ হলো বিশ্বনাথে শ্বাসরাম গ্রামে দুই ওলির বার্ষিক উরুস

photoবিশ্বনাথ প্রতিনিধিঃ ভক্ত-আশেকানদের মিলন মেলার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বনাথে হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) ও পীরে কামেল হযরত ছমরউদ্দিন আউলিয়ার বার্ষিক উরুস মোবারক। গত শনিবার রাতে পশ্চিম শ্বাসরাম গ্রামে ওলির আসন সংলগ্ন ও মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দুই ওলির উরুস। বানিয়াচং, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে শত শত ভক্ত-আশেকানরা এসেছিলেন বার্ষিক উরুসে। ভক্তরা ছাগল, মোরগসহ বিভিন্ন মানত নিয়ে এসেছিলেন মাজারে।
বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদের সঙ্গে আলাপকালে এ প্রতিবেদক কে বলেন, সব সময় উরুসে বাবার মাজারে আসেন। এ বছরও তারা এসেছেন। প্রতিবছরের ন্যায় এ বছরও পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি উরুসে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছিলেন। কর্মসূচির মধ্যে ছিল মাজার জিয়ারত, মিলাদ, দোয়া মাহফিল, জিকির আযকার, শিরনী বিতরণ। এছাড়া পশ্চিম শ্বাসরাম গ্রামের খলিলুর রহমান খলকু ও মো. কছির আলীর উদ্যোগে শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাউল গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান করেন বাউল শিল্পী চেরাগ আলী সরকার, মুক্তা কাওয়ালী, পপি আক্তার, বিউটি আক্তার, সুমেনা আক্তার রুপা, পাগল ইতি, শিশু শিল্পী ইতু প্রমুখ।