বিশ্বম্ভরপুরে সুলুক শাহ (র:) মাজারের জায়গা বিক্রি ও নানা দূর্নীতির অভিযোগ

Sulukআজিজুল ইসলাম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজারে হযরত সুলুক শাহ (র:) মাজারের জায়গা বিক্রি ও নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। জানাযায়,মাজারের নামে ৯ একর ৯৮ শতাংশ জায়গা ভুয়া মালিক সেজে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল্ । স্থানীয় সলু মিয়ার পুত্র আমানত শাহগংরা এই মাজারের জায়গা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। এদের বিরোদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করলে গাজাঁখোর, প্রতারক জালিয়াত চক্রের মূল হোতা আমনত শাহার সন্ত্রাসী বাহিনীর হামলা ও মামলার স্বীকার হতে হয়। এই ভয়ে সাধারন জনগণ মুখ খুলতে নারাজ। অতীতে এই ওলির মাজারের জমি বিক্রি করতে বাধা প্রদান করায় মামলাবাজ আমানত শাহার পিতা সলুমিয়া এলাকার শত শত মানুষকে মিথ্যা মামলায় হয়রাণী করে। এসব মিথ্যা মামলায় আসামী হন বাঘবেড় বাজার কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন, সহ সভাপতি মোঃ মাফাজুল হক সহ বহু লোক তথকালিন ২ দুইটি মামলার আসামী হন । সলু মিয়া মারা যাওয়ায় বর্তমানে তারই পুত্র আমানত শাহ মাজার দখল করে লুটেপুটে খাচ্ছে এবং মাজারের জমি বিক্রি করতে উঠেপড়ে লেগেছে। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন বলেন ,এতো দিন সলু মিয়া মাজার দখল করে অবৈধ ভাবে মাজারের মানতের টাকা পয়সা সহ মাজারের তহবিল আত্মসাত করেছে। এখন তারই পুত্র মাজার দখল করে অবৈধ ভাবে টাকা আত্বসাথের চেষ্টা করছে। মাজারটি সবাই মিলে দেখাশুনা করলে মাজারটির অনেক উন্নয়ন সম্ভব।