নবীগঞ্জে শহীদ সানউল্লা হত্যাকান্ডের সাথে জড়িত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী হাতে নিহত শহীদ সান উল্লাহ হত্যাকান্ডের সাথে জড়িত নবীগঞ্জের ইনাতগঞ্জ এলাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ১৯৭১ সালে স্বাধীনতা প্রাপ্তির কিছু দিন আগে ইনাতগঞ্জ এলাকার কিছু সংখ্যক রাজাকার আল বদর প্রজাতপুর গ্রামের সান উল্লাহ মেম্বারকে পাক হানাদার বাহিনীর হাতে ধরিয়ে দেয়। এ সময় পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা সান উলাকে তাদের লঞ্চে করে তুলে নিয়ে নির্যাতন করে পর দিন ইনাতগঞ্জের পার্শ্ববর্তী আলীপুর গ্রামের নিকটে একটি বট গাছের সাথে বেঁধে গুলি করে হত্যা করে। ইতিমধ্যে অনেক যুদ্ধাপরাধী মারা গেলেও অনেকেই এখনও বেচে আছেন। তারা দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকাবাসী এসব যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে শহীদ সান উলার পুত্র সাংবাদিক রাকিল হোসেন বলেন,যে সব যুদ্ধাপরাধী আমার বাবার হত্যাকান্ডের সাথে জড়িত আমাদের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।