অসাম্প্রদায়িক দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

গোলাপগঞ্জে একাধিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ

20151023_122138 copyকে.এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে ঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে আজ সকল ধর্মের অধিকার নিশ্চিত হয়েছে। একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে জননেত্রেী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শোষনহীন দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমরা অনেক দূর এগিয়ে গেছি। ইতিমধ্যে খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার সর্বাত্বক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন রাস্তাঘাট, ব্রীজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মিত হয়েছে। তিনি গত শুক্রবার গোলাপগঞ্জে দিনব্যাপী একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষামন্ত্রী সকাল ১০টায় ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্ভীদের সাথে মতবিনিময় করেন। ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞান সেনের সভাপতিত্বে ও মঞ্জু দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি বিশু ভুষণ দে। বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক শিক্ষক কাজল কান্তি দাস, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক লিপটন রঞ্জন রায় তালুকদার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু রায়। পরে শিক্ষা মন্ত্রী ঢাকাদক্ষিণে ৯৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ আচার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিভাগের সিলেটের বিভাগীয় উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম।
সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে স্থাপিত প্রতিবন্ধীদের শিক্ষাদানের লক্ষ্যে লিটল স্টার স্কুলের উদ্বোধন করেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত সভায় যোগদান করেন। বিকেলে শিক্ষামন্ত্রী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। শিক্ষামন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক, উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ, বাঘা ইউপি চেয়ারম্যান কবির আহমদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্বাস উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবিএম ছদরুল উলা চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছামাদ জিলু, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন, সেক্রেটারী বদরুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সাহাব উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, চন্দরপুর আল এমদাদ হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা অর্পনা রাণী দেব, শিক্ষানুরাগী নকুল রাম মালাকার, যুবলীগ নেতা তাহের উদ্দিন তাজ্জুব, সেলিম আহমদ মেম্বার, ফয়জুল ইসলাম ফয়ছল, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মনসুর আহমদ, সাইদুল আলম সুহেদ, রুমেল সিরাজ, জাফরান জামিল, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ প্রমুখ।