ইলিয়াসকে ফিরে পেতে আন্তর্জাতিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলার ঘোষনা
ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যের সভায় বক্তারা
লন্ডন প্রতিনিধিঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধ্যান দাবী ও তাকে দ্রুত ফিরিয়ে দেয়ার দাবীতে সভা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্য। সভায় বক্তারা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে আন্তর্জাতিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলার ঘোষনা দিয়েছে। সংগঠনের আহবায়ক যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সদস্য সচিব ও যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সংগঠনের যুগ্ম আহবায়ক গৌছ আলী, মনির উদ্দিন বশির, আপ্তাব আলী, গোলজার আহমদ খান, আব্দুর রব, আব্দুস সত্তার, মিসবাহ উদ্দিন, ড. মুজিবুর রহমান, জসিম উদ্দিন সেলিম, আহমদ আলী, সিরাজুল ইসলাম, ড. শানুর আলী মামুন, মদরিছ আলী বাদশা, মফজ্জুল আলী মদরিছ, জুয়েল বখত চৌধুরী জাকেল, জয়নাল আবেদিন, আফজাল হোসেন, তানভির এম আহম্মদ, সেবুল মিয়া, আব্দুল হামিদ খাঁন সুমেদ, আব্দুল হামিদ মালা, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, শেখ মো: ফারুক লাকী, সাদিক মিয়া, শেখ সামছুদ্দিন শামীম, শেখ তপু, তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, এম এ সালাম, ইলিয়াস আলী পাশা, এডভোকেট রশিদ আলী, আব্দুস ছোবহান, মখদ্দুছ আলী, ইসলাম উদ্দিন, আব্দুল হক, এম এ কাইয়ুম, আব্দুল বারী, মি: রিগলান, শেখ সেলিম, এহিয়া খান, । যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া, কবির মিয়া, আকলু মিয়া, ডা: শেখ মনছুর আহমদ, দেলোয়ার হোসেন শাহীন, ইসতিয়াক খান রুহেল, জাকির হোসেন, নূরুল আমিন, শাকিল আহমদ, মিলাদ আহমদ, লুবেক চৌধুরী, সুমন আহমদ, লাহিন খান, মুহিবুর রহমান, একেএম সিদ্দিকুর রহমান, মানিক মিয়া, আব্দুল খালিক, সুহেবুর রহমান, নূরে আলম সিদ্দিকি, ফখর উদ্দিন।
সভায় বক্তারা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে যুক্তরাজ্যের প্রতিটি শহরে আবারো আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহবান জানান। বক্তারা যুক্তরাজ্যের প্রতিটি এলাকায় স্থানীয় পার্লামেন্টে মেম্বারদের মাধ্যমে লবিং শুরু করতে সকলের প্রতি আহবান জানান এবং দ্রুত ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যতায় আন্তর্জাতিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলার হুমকি প্রদান করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সভার শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম আহমদ।