আসাদুজ্জামান নূরের ‘অবিস্মরণীয় দিন…’
সুরমা টাইমস ডেস্কঃ শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা মঞ্চে ওঠেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বক্তৃতায় শুরুতেই ‘আজ একটি চমৎকার দিন, অবিস্মরণীয় দিন’ বলে মন্তব্য করেন। তিনি শহীদ মিনারকে দৃষ্টিনন্দন উল্লেখ করে বলেন, ‘এত সুন্দর শহীদ মিনার বাংলাদেশে দ্বিতীয়টি আছে বলে জানা নেই। যিনি নকশা করেছেন, তাঁকে অভিননন্দন জানাই। মুহিত ভাই (অর্থমন্ত্রী) কে ধন্যবাদ। তাঁর সৃজনশীলতার ছাপ এই শহীদ মিনার।’ আসাদুজ্জামান বক্তৃতা দেওয়ার আহবান জানাতে গিয়ে অনুষ্ঠানের সঞ্চালক সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ ‘সালাম সালাম হাজার সালাম…’ গান গেয়ে শোনান। কামরানের মুখে গান শুনে আসাদুজ্জামান ‘সঙ্গীত প্রতিভা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাঁর নির্বাচনী প্রচারণায় আমি এসেছিলাম। কিন্তু গান শুনিনি, এবার শুনলাম।’
শহীদ মিনার কতগুলো ইটের কাঠামো নয়, এটি একটি চেতনা, আদর্শ, আমাদের অস্তিত্বকে জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। শহীদ মিনারের চেতনা সমুজ্জল রাখতে হবে।’ পরে তিনি কবিতা আবৃত্তি করেন। কবিতা আবৃত্তির পূর্বে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। ‘নুরুলদীনের সারাদিন…’ ভরাট কণ্ঠে শোনালেন আসাদুজ্জামান। মন্ত্রমুগ্ধের মতো শুনেন সবাই।