অভিনেতা খলিলুল্লাহ খান আর নেই

Khalilullahসুরমা টাইমস ডেস্কঃ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা খলিলুল্লাহ খান আজ সকালে স্কয়ার হাসপাতালে ইন্তোকাল করেছেন (ইন্নানিলাহে…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা গত ৫৪ বছর ধরে প্রায় ৮০০ ছবিতে অভিনয় করেছেন। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা খলিল ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ ছবির মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেন।
তার উল্লেখযোগ্য ছবি হল ‘পিরিতি না জানে রীতি’, ‘সংগম’, ‘বিনি সুতার মালা’, ‘ক্যায়সে কঁহু’, ‘ভাওয়াল সন্ন্যাসী’ ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘মিন্টু আমার নাম’, ‘জংলি ফুল’, ‘ওয়াদা’, ‘কাজল’, ‘বউ কথা কও’।