নবীগঞ্জের কুশিয়ারা ডাইকের রাস্তা পাকাকরনের দাবীতে বিশাল মানববন্ধন
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ২৯ নভেম্বর ২০১৪ ইং তারিখে প্রধান মন্ত্রীর নবীগঞ্জ আগমনকে সামনে রেখে উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টের উপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা ডাইকের বিদ্যুৎ প্লান্ট হইতে বিবিয়ানা গ্যাস ফিল্ড পর্যন্ত রাস্তা পাকাকরনের দাবীতে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় দুর্ঘাপুর বাজারে ৫ গ্রামের লোকজনের সমন্ময়ে এক বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছে। এতে দুর্ঘাপুর, হুসেনপুর, কুমারকাদা, আহমদপুর ও মৌজপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মামুন মিয়া, লাল মিয়া, হাজী ইমান উল্লাহ, জুয়েল আহমদ, শেফুল দেবনাথ, মখদ্দুস আলী, সিদ্দিক আলী, সাজন মিয়া, আতাই মিয়া, মখলিছ মিয়া, শাহজাহান মিয়া, আশরাফ আলী, আশক মিয়া, সজ্জাদ মিয়া, আনোয়ার মিয়া, মোঃ আলাউদ্দিন, আমীর আলী, আরশ আলী, লাকাদ মিয়া প্রমুখ। মানববন্ধনে ৫ গ্রামের জনসাধারন জনগুরুত্বপুর্ণ এই রাস্তাটি পাকাকরনের জন্য প্রধান মন্ত্রীর নিকট জোর দাবী জানান।