ব্যালট পেপার নিয়ে দৌড় দিলেন পুলিশ! (ভিডিও)

Police Fake Voteডেস্ক রিপোর্টঃ ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ক্যামেরায় হাতেনোতে ধরা পড়েছেন একজন পুলিশ সদস্য। টেলিভিশনটির ক্যামেরায় জাল ভোট দেওয়া পুরো একটি ব্যালট বইয়ের ছবিও ধরা পড়ে। এসময় তিনি ব্যালট পেপার নিয়ে দৌড়ে নিরাপদে চলে যেতে চাইলেও পারেননি। এ ঘটনার সময় সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালন করছিল স্ট্রাইকিং ফোর্স। তবে জাল ভোটের বিষয়ে কোনো মন্তব্য করেননি স্ট্রাইকিং ফোর্সের কোনো পুলিশ কর্মকর্তা।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে ৪০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোনো ব্যাবস্থা নেয়নি। এরপরই র‌্যাব পুলিশের উর্ধতন কর্মকর্তারা ওই কেন্দ্রে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন।