নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার উপর জামায়াত পস্থী সন্তাসীদের হামলা

মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী থেকে সিএমএস হাসপাতাল ঢাকায় প্রেরন

1নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর অবস্থা আশংকাজনক। জামায়াত পন্থী প্রতিপক্ষের বেপরোয়া হামলায় গুরতর জখমি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি গত ৪দিন ধরে। তার অবস্থার অবনতি ঘটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সি,এম,এস হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানাযায়, গত ২১শে নভেম্বর শুক্রবার অনুমান দেড়টার দিকে উপজেলার উমরপুর গ্রামের বীর ম্ুিক্তযোদ্ধা শাহ আবিদ আলী (৬০) গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামায়াত পস্থী শফিকুল, লুৎফুর, মুহিবুর, মিজান, ইমরান সহ ১৫/১৬জনের একদল লোক তার উপর হঠাৎ অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের বেপরোয়া আক্রমনের শিকার হয়ে তিনি গুরতর আহত হলে প্রথমে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে তিন দিন চিকিৎসা শেষে গতকাল তাকে ঢাকা সি,এম,এস হাসপাতালে প্রেরন করেন। হামলার কারন হিসাবে জানাযায়, বিগত দিনে জামায়াতের ডাকা হরতালে ওই মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলী বিরোধীতা করায় তার উপর ক্ষেপে উঠে ওই জামাত পস্থী লোকেরা। এরই প্রেক্ষিতে তার উপরে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আহত মুক্তিযোদ্ধার সন্তান শাহ অপু আহমদ ও তার পরিবার। এ ঘটনায় নবীগঞ্জ থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরোধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছেন আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।