মৌলভীবাজার অনলাইন প্রেসকাবের হস্তক্ষেপে সদর হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত

মশাহিদ আহমদ,মৌলভীবাজার: মৌলভীবাজার অনলাইন প্রেসকাবে হস্থক্ষেপের ফলে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের ২শ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামন জুড়ে ফুটপাত দখল করে রাখা হকারদের উচ্ছেদের উচ্ছেদ করেছে মৌলভীবাজার পুলিশ প্রশাসন। অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে বসানো দোকানপাটের জন্য হাসপাতলটির সামনের অংশ সংক্ষির্ণ হয়ে ছিল, হাসপাতালের সামনে বসরা সাজিয়ে বসে থাকা হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিল। যার ফলে হাসপাতালে আসা রোগীদের বহনকারী যান প্রবেশে ব্যাঘাত সৃষ্টি হয় এমনকি সবসময় ভিড় লেগে থাকায় রোগী এবং আত্মীয়-স্বজনের যাতায়াতে বড় ধরনের সমস্যা হত। এতে ভোগান্তিতে স্বীকার হতেন হাসপাতালে আসা সাধারণ মানুষ ও রোগী। সাধারণ রোগীদের কথা চিন্তা করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ. ই. সরকার জবলু, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসকাবের আববায়ক মশাহিদ আহমদ‘র নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আইটি সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক দুরুদ আহমদ, সদস্য মাহমুদ এইচ খান সহ কয়েকজন সাংবাদিক হাসপাতাল তত্বাবধায়ক সুব্রত কুমারকে বিষয়টি অবগত করলে, তিনি মডেল থানা পুলিশের মাধম্যে অভিযান চালিয়ে অবৈধ হকার ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিজান শেষে সুব্রত কুমার বলেন, এভাবে সাংবাদিকদের জনস্বার্থে কাজ করা প্রয়োজন। এসময় তিনি অনলাইন প্রেসকাবকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেন।