কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-১৪’ অনুষ্ঠিত

DSC_0876কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-১৪’ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত আড়াই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুস শহীদ। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মজির উদ্দিন, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল আব্দুল জলিল, কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক আ.ম.ম মশরুর হোসেন, সিলেট মহানগরী পাঠক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মু.আব্দুর রাজ্জাক, মাশুক আহমদ, মুহিবুর রহমান, মাজহারুল ইসলাম, শামসুর রহমান জাবাল, পাঠক ফোরাম সিলেট মহানগরী পরিচালক সাদিকুর রহমান।

এসময় অতিথিবৃন্দ বলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম কোমলমতি শিশুদের মেধার লালনে যে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও মেধার বিকাশে কিশোরকন্ঠ তাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।