বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২০তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে জনকল্যাণ মূলক সংগঠন ‘‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’’ উদ্যোগে উপজেলার সকল মাদ্রাসা ও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত ২০তম প্রাথমিক ও মাধ্যমিক (মাদ্রাসা+স্কুল) ৪র্থ ও ৬ষ্ট শ্রেণী বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্টিত হয়েছে। সকাল ১০ টায় প্রথম ও বিকাল ২টায় ২য় অধিবেশন এ অনুষ্টিত পরীক্ষায় উপজেলার মোট ১২২টি প্রতিষ্ঠানের ৮৩৬ জ্েনর মধ্যে ৮১৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে।
পরীক্ষা চলাকালিন সময় হল পরিদর্শন করেন সিলেট-২্ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, নর্থ ইস্ট ইউনিভার্সিটি সিলেটের লেকচারার নোমান আহমদ, রাবেয়া খাতুন নার্সিন কলেজের লেকচারার ময়নুল হক, বিশ্বনাথ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মো. ফযজুল ইসলাম, সংস্থার প্রতিষ্টাত সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্টাত সদস্য মাওলানা লুৎফুর রহমান গুয়াহরী, আবুল বশর মো. ফারুক, উপজেলা তালামীযের সভাপতি আবদুস সালাম শিবলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য এমদাদুর রহমান মিলাদ, নূরউদ্দীন প্রমুখ।