কিবরিয়ার প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানালো সিলেট বিএনপি
সুরমা টাইমস ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও দলের কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। রোববার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন বলেন, আমরা দেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার হত্যার বিচার চাই। কিন্তু বিচার হতে হবে সঠিকভাবে। প্রকৃত খুনিদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউসকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে অন্তর্ভূক্ত করা হয়েছে।
তিনি অবিলম্বে বিএনপি নেতাদের নাম বাদ দিয়ে প্রকৃত খুনিদের গ্রেফতার করে কিবরিয়া হত্যার সঠিক বিচারের দাবি জানান।
সমাবেশে ‘আমরা সিলেটবাসী’ সিলেটে আহূত সোমবার (আজকের) সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির সমর্থন জানিয়ে বক্তারা হরতালে দলীয় নেতাকর্মীদেরকে পিকেটিং করার আহবান জানান।
বিএনপি নেতা আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আলী আহমদ, হুমায়ুন কবির শাহীন, মাহবুব চৌধুরী প্রমুখ।