আরিফের পাশে কি আজ সিলেট বিএনপি থাকবে ?

Arifবিএনপি নেতা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিরোদ্ধে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা যে মামলায় করা হয়েছে তা নিয়ে আজ রবিবার সিলেট বিএনপি কি পাশে থাকবে ? এই নিয়ে চলছে সিলেটে আলোচনা সমালেচনা। কেননা মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর আন্দোলন সংগ্রাম ও সুখে দুঃখে সিলেট বিএনপি নেতা কর্মীদের পাশে খুব কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। সংগঠন সুত্রে জনা যায়, তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামীলীগের এক প্রভাবশালী মন্ত্রী গাড়ি চড়ে নগরীতে বেরিয়েছে। এবং ৫ ই জানুয়ারী আওয়ামীলীগের একতরফা নির্বাচনের আগে সারা বাংলাদেশের বিএনপি পন্থী মেয়র রাজপথে নেমে আসলে তিনি আসেননি। এমনকি মেয়র নির্বাচন তার নির্বচান পরিচালনা কমিটির প্রধান সম্বনয়কার দায়িত্ব পালন করে ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কাহের শামীম। কিন্তু শামীম যখন সদর উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন তখন তিনি আবুল কাহের শামীমের পক্ষে কাজ করেননি। এদিকে সিলেট ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধ চললে তার ভুমিকা রয়েছে রহস্য জনক। তিনি উভয় পক্ষকে খুশি করে চলছেন বলে অভিযোগ উঠে। সর্ব শেষ তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে নিজ দলের নেতা মহানগর বিএনপির নতুন কমিটির সদস্য প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সাথে বিরোধ সৃষ্টি হয়। তাই সংগঠনিক বিষয় সহ সব মিলিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী উপর সিলেট বিএনপি ও সিলেট বিভাগের বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইচ চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমান ক্ষোব্ধ রয়েছেন বলে একটি সুত্রে জানা যায়।এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নেতা হারিছ চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস এর বিরোদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামার জন্য সিলেট বিভাগের বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইচ চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী কে নির্দেশে দিয়েছেন বলে জানা যায়। আর সেই নির্দেশ নিয়ে শমসের মুবিন চৌধুরী সিলেটে এসে শুক্রবার সংবাদ সম্মেলন করেন এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ রবিবার কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। তাই আজ বিএনপির ক্ষোব্ধ নেতাকর্মীরা নিজ দলের মেয়র হিসাবে নিজ উদ্যোগে মাঠে নামবেন না লোক দেখানোর জন্য নামবেন তা দেখার বিষয় এখন।

প্রসঙ্গত: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও মেয়র আরিফসহ ৩৫ জনকে আসামি করে বৃহস্পতিবার আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেছে সিআইডি।