রাজনের ঘুম ও একজন তুহিন

12211980_458639197677400_1539019601_nমাহবুবুর রহমান চৌধুরী: বাংলাদেশের আলোচিত ঘটনা সিলেটের রাজন হত্যার বিষয়টি মিডিয়ায় সর্বপ্রথম প্রকাশ করে যিনি বিচারের দাবী তুলতে সক্ষম হয়েছেন তিনি সিলেটের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদক নাম তার তুহিনুল হক তুহিন। বয়সে তরুন এই সংবাদকর্মীর ভেতরে রয়েছে ঘটনার গভীরে পৌছার অদম্য স্পৃহা। ১৩ বছরের শিশু সামউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন করে হত্যার খবর পেয়ে ১০ই জুলাই রাত সাড়ে ১২টায় ছুটে যান কুমারগাঁওয়ের বাদেআলী গ্রামে। রাজনের বাড়িতে তার পিতার কাছ থেকে নির্যাতনকারী আর নির্যাতনের বর্ণনা শুনে ১১ই জুলাই শনিবার রোযা রেখে না ঘুমিয়ে পুরোদিন কাজ করেন। এরপর ১২ জুলাই রোববার অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট টাইমস বিডি’ ও সিলেটের বহুল আলোচিত পত্রিকা “দৈনিক উত্তরপূর্ব’তে ‘ভিডিও ধারন করে হত্যা করা হয় কিশোর সামিউলকে’ শিরোনামে ভিডিও সহ তুহিনের প্রতিবেদন প্রকাশিত হলে সিলেট সহ পুরোদেশ জুড়ে ভাইরাল হয়ে যায় রাজন হত্যার সংবাদটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদটি দেশের বাইরেও মানুষের মনে দাগ কাটে। বিচারের দাবীতে গড়ে উঠে জনমত। এরপর দেশের জাতীয় ও স্থানীয় দৈনিক সহ ইলেক্ট্রনিক্স মিডিয়ায় বিষয়টি ফলাও করে প্রচার শুরু হয়। গত রবিবার রাজন হত্যা মামলার রায় দিয়েছেন সিলেটের মহানগর দায়রা জজ আদালত। হত্যার পর থেকে রাজনের পরিবারকে বিচার পেতে এ পর্যন্ত নিয়ে আসার পেছনের কারিগর তুহিনকে নিয়ে নেই কোন আলোচনা। তবে ফেসবুকে তার সহকর্মীরা তুহিন বন্দনায় মেতেছেন। মোহাম্মদ হাফিজুর রহমান নামে ফেসবুকার ঘটনার বিষদ সংক্ষেপে বর্ণনা করে লিখেছেন ‘‘ রাজন আজ প্রাণভরে ঘুমাবে, এ ঘুমের ভাগিদার তুমি (তুহিন) সহ সকল সাংবাদিকবৃন্দ।” তার লেখায় মন্তব্য করে গোলাপগঞ্জ প্রেসকাবের সভাপতি শহীদুর রহমান সুহেদ লিখেছেন সাংবাদিকরা জাতীর বিবেক তা প্রমাণ করেছেন। দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস মন্তব্য করেছেন , তুহিনের অনুসন্ধানী মনের কারনে রাজন হত্যার ভিডিও সংগ্রহ করা সম্ভব হয়েছে ফলে আমরা (সাংবাদিকরা) তা পেয়ে নিউজ করতে পেরেছি। তুহিনুল হক তুহিনের সাথে আলাপকালে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম না জানি পুলিশি ঝামেলায় পড়তে হয় কিনা। পরবর্তীতে সহকর্মীদের প্রেরণা মনোবল বাড়িয়ে দেয়। রাজন হত্যা মামলার রায় হয়েছে এতে আমি অনেক খুশি আমার পেশাগত জীবেনর একটি সাফল্য বলতে পারেন, যা অনেকের কাছে অনুপ্রেরনা হিসেবে কাজ করবে।