ইতালীর সিসিলিতে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন, তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা
ইতালি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং স্বাধীনতা বিরোধী ঘাতক জামাত শিবির চক্রের দ্বারা যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে ককটেল হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে সিসিলি আওয়ামী যুবলীগের উদ্যোগে পালেরমোর এক প্রতিবাদ সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী সভা অনুষ্টিত হয়েছে। ১১ নভেম্বর স্থানীয় সান্তা কিয়ারা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সিসিলি আওয়ামী যুবলীগের সভাপতি হাসান শিকদারের সভাপতিত্বে,সিসিলি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এজাজ আল মাছুম পরিচালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিসিলি আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহাব্বাত মোল্লা। সবার শুরুতে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিলি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্বা জনাব শাহজাহান মোবারক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিলি আওয়ামী লীগের সহ সভাপতি মুহিতুর রহমান চৌধুরী ও মাসুক চৌধুরী, সিসিলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকান্দার মিয়া, সিসিলি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদ উস সামাদ, সিসিলি আওয়ামী লীগের সাবেক আহবায়ক হাজী রফিক ও প্রধান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিসিলি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিলি আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন ও বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি বাংলাদেশের যুব সমাজকে কর্মক্ষম ও দক্ষ যুব সম্পদে পরিনত করার প্রয়াসে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রতিষ্ঠা লগ্ন থেকে যুব লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র রক্ষার বিশেষ ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তর করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ গড়বে যুবলীগের নেতাকর্মীরা বলে জানান।
যুবলীগ সভাপতি হাসান শিকদার তাঁর বক্তবে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে ককটেল হামলা ও গাড়ি ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং তিনি তারেক রহমানের লন্ডন থেকে দেয়া বক্তবের তীব্র সমালোচনা করে বলেন তারেক রহমানের বিদেশে বসে জামাতের টাকায় বিলাসবহুল জীবনযাপন করে যুদ্ধাপরাধীদের বিচার কার্য ঠেকাতে মিথ্যা ও উদ্ভট বক্তব্য দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কুটুক্তি করার কারনে তাকে সিসিলি আওয়ামী যুবলীগের সভা থেকে বাংলাদেশ তথা সিসিলিতে অবাঞ্ছিত ও দেশদ্রুহী হিসাবে আক্ষা দেয়া হয়।
এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সিসিলি আওয়ামী যুবলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকির খান ও হাবিব ইমন, সিনিয়র সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জুল তপু ও পারভেজ চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক ইকরাম দেওয়ান, সহ সভাপতি সাদির চৌধুরী মাজেদ ও রোবেল সরদার প্রমুখ।