কাউন্সিলর পদে চার্টার্ড একাউন্টেন্ট মোঃ আয়াছ মিয়াকে নির্বাচিত করুন

AYAS MIAHনাজমুল ইসলাম মকবুলঃ বিশ্বনাথের মাটি কাছে টানে বার বার। তাই বার বার ছুটে আসি মা মাটি ও মানুষের টানে। প্রবাসের যান্ত্রিক পরিসরের মধ্যেও ফুরসত পেলেই দেশের জন্য কাজ করি। দেশের যে কোন শুভ সংবাদে খুশি হই, আর বেদনাদায়ক সংবাদ আমাদেরকেও ব্যথিত করে তুলে। টেমস বাসিয়ার সাথে একান্ত আলাপচারিতায় কথাগুলো বললেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট’র এ্যাসিস্টেন্ট সেক্রেটারী, বিশ্বনাথ এইড ইউ.কে’র ভাইস চেয়ার, লন্ডনে বসবাসরতো চার্টার্ড একাউন্টেন্ট মোহাম্মদ আয়াছ মিয়া। বিশ্বনাথের এ কৃতি সন্তানের লন্ডনে লেবার পার্টির রাজনীতিতে সরব থাকায় সেখানকার রাজনীতির অঙ্গণেও অর্জন করেছেন ঈর্ষনীয় খ্যাতি। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন বৃটেনের পুরণো রাজনৈতিক দল লেবার পার্টির মনোনয়ন। আগামী নির্বাচনে লেবার পার্টি মনোনিত কাউন্সিলর পদে টাওয়ার হ্যামলেট স্টেপনী গ্রীণ এলাকায় নির্বাচন করছেন তিনি। প্রায় প্রতি বছরই একাধিকবার মা মাটি ও শেকড়ের টানে দেশে এসে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেই ক্ষান্ত হননা, সমাজের বিপন্ন অসহায় মানুষের সাহায্যে ঝাপিয়ে পড়েন তিনি। সংগঠন ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে দান করেন অকাতরে। বিশ্বনাথের দশঘরের ধরারাই গ্রামের মোল্লাবাড়ীতে জন্মগ্রহণকারী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আয়াছ মিয়া নির্বাচনে পাশ করার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে এ প্রতিবেদককে জানান।
যুক্তরাজ্য যাবার পর তিনি লন্ডন সিটির টাওয়ার হ্যামলেট কলেজ থেকে জি.সি.এস.ই এবং এ লেভেল কৃতিত্বের সাথে শেষ করেন। একই কলেজ থেকে ডিপ্লোমা ইন একাউন্টিং বি.টি.ই.কিউ, লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে একাউন্টিং ও ফাইন্যান্স এর উপর বি.এ অনার্স, ফাইন্যান্সিয়াল ট্রেনিং সেন্টার এফ.টি.সি থেকে এম.এ.টি, লন্ডন ইউনিভার্সিটি থেকে এ.সি.পি.এ, লন্ডন থেকে এফ.সি.সি.এ, একাউন্টিং এবং ফাইন্যান্স (হিসাব বিজ্ঞান) জগতে সর্বোচ্চ ডিগ্রী কৃতিত্বের সাথে অর্জন করেন। সেসাথে নিজেই প্র্যাকটিস শুরু করেন। সাধারনত যুক্তরাজ্য ও ইউরোপে নিজস্ব প্র্যাকটিস শুরু করতে হলে চার্টার্ড একাউন্টেন্ট শেষ করার পর তিন বছর অন্য অভিজ্ঞ চার্টার্ড একাউন্টেন্টের অধীনে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হয়। তিনি মেধা ও যোগ্যতাবলে আগেই এ অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হন। তাই মাত্র আটাশ বছর বয়সে নিজে প্র্যাকটিস শুরু করেন। যা বৃটেনে বিরল। এ জায়গায় যেতে হলে কমপক্ষে ৩৫ বছর সময় লাগে। তিনি বাংলাদেশী কমিউনিটিতে সর্বনি¤œ বয়সে চার্টার্ড একাউন্টেন্ট হওয়ার গৌরব অর্জন করায় লন্ডনের বহুল প্রচারিত চ্যানেল এস কর্তৃক কমিউনিটি এ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন। আগামী নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন বিশ্বনাথের গৌরব সুপ্রতিষ্ঠিত কীর্তিমান ব্যক্তিত্ব মোহাম্মদ আয়াছ মিয়া। এ মহান ব্যক্তিত্বকে নির্বাচিত করে কমিউনিটিসহ সকলের সেবার সুযোগ দান করার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের বিনীত অনুরোধ রহিল।