জুড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ঃ মৌলভীবাজারের জুড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী মহিলার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার (১৩/১১) উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই জাঙ্গালিয়া গ্রামের গৃহবধু রেজিয়া আক্তার (৪২) তার স্বামী সন্তানকে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে জুড়ী শহরে আসে। বাড়ি ফেরার পথে ভবানীগঞ্জ বাজার লাইটেস ষ্ট্যান্ড সংলগ্ন জুড়ী নদী ব্রীজের সম্মুখে পৌঁছলে বড়লেখা থেকে ছেড়ে আসা বাস নং- (মৌলভীবাজার-জ-১১-০২৪৪) তাকে ধাক্কা দিলে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মহিলা প্রাণ হারান। এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ গাজী শাখাওয়াত হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।