ওসমানীতে ডিনার বাক্সের ভিতর কোটি টাকার রুপি
সুরমা টাইমস ডেস্কঃ সোনার বিস্কুটের পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ভারতীয় রুপির চালান ধরা পড়েছে। এক কোটি ১৫ লাখ রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আগত একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। তাঁর নাম মোহাম্মদ ইমরান (২৫)। তাঁর আদি নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় ছিল জানিয়ে তাঁর দাবি সে বাংলাদেশি বংশোদ্ভুদ পাকিস্তানি নাগরিক। ইমরানের পাসপোর্ট নম্বর-(ডি এস-১২২২৭৭১)। বিমানবন্দর কাস্টমস জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-০২৮) সকাল সাড়ে ছয়টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর লাগেজ স্ক্যানিংয়ের সময় ডিনারসেটের মধ্যে কার্টুনের ভেতরে রাখা ভারতীয় রুপিগুলো ধরা পড়ে। বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, গোপন সূত্রে খবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইমরানকে আটক করা হয়। পরে তাঁর লাগেজ তল্লাশি করে রুপি মেলেছে। বিমানে সিলেটই ছিল তাঁর শেষ গন্তব্য।
বিমানবন্দর অভিভাসন পুলিশের পরিদর্শক বশির আহমদ জানান, এ ঘটনায় একটি মামলা করে ইমরানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভারতীয় টাকা নিয়ে বাংলাদেশে তাঁর গন্তব্য, বাংলাদেশি বংশদ্ভুদ বলে দাবি এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।