অর্থমন্ত্রী মাঝে মধ্যে সত্য বলে দেন

Khaleda Kishorgonjসুরমা টাইমস ডেস্কঃ ‘অর্থমন্ত্রী বয়স্ক মানুষ। বয়সের তাড়নায় মাঝে মধ্যে তিনি সত্য কথা বলে দেন।’ এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর বিকেলে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘আমরা ব্যর্থ’, ‘ঘুষ খাওয়া দোষ নয়’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ এনে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বয়স্ক মানুষ। তিনি অনেক সময় বয়সের কারণে সত্য কথাগুলো বলে দেন। আসলে সরকার ব্যর্থ, দুর্নীতিতে ভরা। তাই তাদের ঘুষ খাওয়া দোষ হয় না। এই সরকার শুধু অযোগ্য সরকার নয়, ব্যর্থ সরকার।’
সরকারের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘বিদেশিদের খুশি করার জন্যই পাসের হার বৃদ্ধি করে দেখানো হচ্ছে। আওয়ামী লীগ মেধাকে ধ্বংস করে দিচ্ছে। বেশি নম্বর না দেয়ায় দেশপ্রেমকি শিক্ষকদের বরখাস্ত করেছে। এই হলো আওয়ামী লীগ।’
স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘গ্রামে কোনো ডাক্তার পাওয়া যায় না। আমাদের সময় হাসপতালগুলোতে সকল প্রকার অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেছি। কিন্তু এই সরকার শুধু ট্রান্সফার ও নিয়োগে ব্যস্ত। কারণ এখান থেকে হাজার হাজার কোটি টাকা ঘুষ পাওয়া যায়। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আগে পুলিশকে খেয়েছে, এখন স্বাস্থ্য খাতকে ধ্বংস করছে।’
দুর্নীতি দমন কমিশন দুদকের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা এখন সরকার দলীয় সবাইকে দুর্নীতি থেকে দায়মুক্তি দিচ্ছে। দুদক দুর্নীতি দমন কমিশন নয়, এটা এখন দুর্নীতি কমিশন।’
‘অযোগ্য লোক বসানোর কারণেই রাষ্ট্রায়ত্ত ব্যংকগুলো অযোগ্য হয়ে পড়েছে। ভুয়া কাগজে ব্যাংক লুট করা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। কিন্তু অর্থমন্ত্রী বলেন, এটা সামান্য টাকা। কারণ লুটেরা আওয়ামী লীগের লোক।’ বললেন খালেদা। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘হিন্দুদের জমি দখল, মেয়েদের উপর অত্যাচর সবই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এ তিন বাহিনী মিলে দেশে গুণ্ডামী করছে।’
সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। করলে উল্টো মামলা হয় বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।