ছাতক থেকে ফকির হাসান: ছাতকে ভারতীয় ৬ বোতল অফিসার্স চয়েজ মদসহ রাকিব মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আহমদ মঞ্জু মুর্শেদ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পৌর শহরের গনেশপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জে জেল হাজতে প্রেরন করেছে।