কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সুরমা টাইমস ডেস্কঃ বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম আলি মাসুদ শেখ একিটি মানহানি মামলায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের ধার্য দিন ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।
মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করছেন?
কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে বাদীর সুনাম ক্ষুন্ন হয়েছে বলে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়।