কমলগঞ্জে ১০০ ঘনফুট চোরাই কাঠ সহ ১ জন আটক
আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বনবিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ সহ ১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার আদালতে বন আইনে মামলা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জের লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মাহমুদুর রহমান ও ফরেষ্ট গার্ড শাহীন আহমদের নের্তৃত্বে বন বিভাগের লোকজন গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা ও কুয়াকোনা এলাকা থেকে লাল আওয়াল, সেগুন, চিকরাশি সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ ঘনফুট চোরাই কাঠ সহ আবরুজ মিয়া (৩০) নামে ১ জনকে আটক করে। আটক চোরাই কাঠের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা হবে। জানা যায়, ঘটনার সময় ৮ জনের সংঘবদ্ধ চোরাকারবারী ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বাকী আসামীরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে আবরুজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে বিট অফিসার বাদী হয়ে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। স্থানীয় লোকজন জানান, লাউয়াছড়া বন বিট অফিসার হিসেবে মাহমুদুর রহমান যোগদানের পর থেকে চোরাকারবারীরা আতংকগ্রস্ত। চোরাকারবারীরা বিট অফিসারকে তাদের চোখের কাঁটা ভাবছে। পূর্বের তুলনায় এখন গাছ চুরি অনেকাংশে কমে এসেছে।