বিশ্বম্ভরপুরে আ’লীগের কমিটি গঠন : তৃণমুল নেতাকর্মীদের মধ্যে অসন্তোস

AwamiLeage-Logoসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্র্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উক্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়েই শেষ পর্য্যন্ত ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি সাধারন সম্পাদককে নব্য আ’লীগার অভিহিত করে তৃণমুল পর্যায়ের নেতাকর্মী ও পদ বঞ্চিতরা অভিযোগ তুলেছেন। এ নিয়ে তৃণমুল পর্যায়ে নেতাকর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন সেই সাথে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোস দেখা দিয়েছে।
দলীয় নেতার্মীদের সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি আফছর উদ্দিন শেখের সভাপতিত্বে শক্তিয়ারখলা বাজারে সোমবার দুপুরে ত্রি-বার্ষিক সমম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি শামসুজ্জামান শাহ, সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাধারন সম্পাদক বেনজির আহমদ মানিক, যুগ্ন সম্পাদক দিলীপ কুমার বর্মণ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে সকল ওয়ার্ডের আ’লীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কমিটি ঘোষণার সময় আ’লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও উক্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা আ’লীগের নেতৃবৃন্ধ কমিটি ঘোষণা না করেই উপজেলা সদরে ফিরে যান। পরে উপজেলা আ’লীগের সভাপতি শামসুজ্জামান শাহ উপজেলা সদরে দলের অস্থায়ী কার্যালয়ে সন্ধা ৭টায় আব্দুস ছাক্তারকে সভাপতি ও নবাব মিয়াকে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আ’লীগ কমিটির নেতৃবৃন্ধের নাম ঘোষণা করেন।

সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে পদ বঞ্চিত নেতা হুময়াুন কবির বলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান ছবাব মিয়ার সহোদর ভাই সে দ্বীর্ঘ দিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল শেষ পর্য্যন্ত সেই নবাব মিয়াকে সাধারন সম্পাদক করে এবং এক সময়ের বিএনপি বলয়ের কর্মী নব্য আ’লীগার আব্দুস ছাক্তারকে সভাপতি করে কমিটি গঠন করায় মাঠ পর্যায়ের নেতাকর্মীরা হতাশ ও ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। কমিটির ব্যাপারে আপক্তি জানিয়ে জেলা আ’লীগ নেতৃবৃন্ধের নিকট লিখিত অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন অভিযোগ তুলে বললেন, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দু’জনেই নব্য আ’লীগার তাদেরকে কিছুদিন আগেও বিএনপির নেতাকর্মীদের পেছনে ঘুরতে দেখা গেছে। এ ধরণের বিতর্কিত ব্যাক্তিদের দিয়ে কমিটি গঠন করায় তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোস দেখা দিয়েছে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে পদ বঞ্চিত আব্দুল আউয়াল তালুকদার বলেন, আব্দুস ছাক্তার অতীতে কোন দিন আ’লীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলনা, এমনকি তাকে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন করতে দেখা যায়নি। তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়েই কমিটি গঠন করাটা জরুরী ছিল।

উপজেলা আ’লীগের সভাপতি শামসুজ্জামান শাহ বলেন, শক্তিয়ারখলা বাজারে সম্মেলন শেষে কমিটি ঘোষণার আগেই উক্তেজনা ও উশৃংখল পরিবেশ দেখা দিলে আমরা উপজেলা সদরে ফিরে এসে ৯ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণের মতামত নিয়েই গঠনতান্ত্রিক ভাবে কমিটি ঘোষণা করেছি। নব-গঠিত কমিটির সভাপতি আব্দুস ছাক্তার ও সাধারন সম্পাদক নবাব মিয়া বিএনপি নয় দ্বীর্ঘ দিন ধরেই আ’লীগের রাজনীতি ও দলীয় কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন, তাই তাদের নেতৃত্বে কমিটি গঠন করে দলকে আরো গতিশীল করা হয়েছে।