বিশ্বনাথে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বেলা ২টায় কলেজ রোডস্থ ডাকবাংলার সামন থেকে মিছিলটি শুরু হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাস্টার মনোহর আলী, হাজী আব্দুন নুর, আশিকুর রহমান, আব্দুল আলী, হাবিবুর রহমান মেম্বার, শিবিরের সভাপতি জহির উদ্দিন প্রমূখ।