সাংবাদিক সংগ্রাম সিংহকে হত্যার হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে দিনদুপুরে আদালতের গেটে সাংবাদিক সংগ্রাম সিংহকে হত্যার হুমকি দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। গতকাল বুধবার (২৯ অক্টোবর ২০১৪) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় তিনি জিডি করেছেন। জিডি নং- ১৫৫৯। জিডিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণও নির্যাতনের ঘটনায় দায়ের করা ১৯২৪/২০১৩ মামলাটি বর্তমানে জননিরাপত্তা বিঘœ দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল বুধবার ছিল মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ। এ উপলক্ষে সাংবাদিক সংগ্রাম আদালতের উদ্দেশ্যে রওয়ানা দিলে আদালতের গেটে প্রকাশ্যে বাধা দেয়া ছাড়াও প্রাণে মারার হুমকি দেয় ওই মামলার অন্যতম আসামি আহমেদ ওবায়দুর রহমান ফাহমিও তার সঙ্গে থাকা ২০/২৫ জন যুবক। একপর্যায়ে তারা মারমুখি হয়ে উঠলে তিনি আদালত প্রাঙ্গনে প্রবেশ করতে না পেরে ফিরে যান। এ ব্যাপারে সাংবাদিক সংগ্রাম সিংহের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যুৎ চোর, লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের দায়ে ২০০৯ সালের ৯ জানুয়ারি হত্যার উদ্দেশ্যে আমাকে অপহরণ ও নির্যাতন করেছিল। ওই ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা ছাড়াও তাদের সুবিধাভোগী প্রভাবশালী মহল মামলাটি প্রত্যাহার করে নেয়া ও সমঝোতার জন্য নানামুখি চাপ দিয়ে আসছিল। এতে ব্যর্থ হয়ে আসামিরা ভয়ভীতি ও নানামুখি হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার আদালতের গেটে আমাকে হুমকি দেয়ার পাশপাশি হামলার চেষ্টা চালায় দৃর্বৃত্তরা। আসামিরা আমি ছাড়াও আমার পরিবার, সাংবাদিক সহকর্মী ছাড়াও বন্ধু স্বজনদের যে কোন ধরণের ক্ষতি সাধন করতে পারে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।