কয়েস লোদীকে প্রতারক বললেন কাউন্সিলর শামীম
সালেহ আহমদের আপিল আবেদন খারিজ করা হয়নি
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেছেন, ‘কাউন্সিলর লোদী একজন প্রতারক মানুষ। তিনি এতদিন জনগণকে ধোকা দিতে দিতে এখন সাংবাদিকদেরকেও ধোকা দিতে শুরু করেছেন। লোদী উচ্চ আদালতের রায়কে ভুলভাবে সংবাদ মাধ্যমে উপস্থাপন করছেন।’
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনলাইন পোর্টালের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন শামীম বলে দাবি পোর্টালটির।
তিনি বলেন, ‘প্যানেল মেয়রের কার্যালয় খুলে কয়েস লোদী যেভাবে জনগণের সাথে প্রতারণা করেছিলেন, উচ্চ আদালতের রায় নিয়েও সংবাদ মাধ্যমের সাথে তিনি সেভাবেই প্রতারণা করেছেন। আদালতের নির্দেশনায় প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদের আপিল আবেদন খারিজ করা হয়নি। আবার হাইকোর্টের রায়কেও বহাল রাখা হয়নি।’
শামীম বলেন, ‘আমি বুধবার দেয়া সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালতের রায়ের কপি দেখেছি। আদালত বলেছেন- যেহেতু নির্বাচিত মেয়র এখন দেশে অবস্থান করছেন, সেহেতু নির্বাচিত মেয়রকেই পক্ষ হয়ে আদালতে ওকালতনামা জমা দিতে হবে। এজন্য আদালত অধিকতর শুনানির জন্য এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার করেছেন।’
কাউন্সিলর শামীম আরো বলেন, ‘কাউন্সিলর লোদীকে আমরাই প্যানেল মেয়র বানিয়েছিলাম। কিন্তু যখন তিনি প্রতারণা শুরু করলেন, তখন আমরা বুঝতে পেরে তার উপর অনাস্থা প্রস্তাব আনি।’
তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশনকারী প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী নামে কেউ নেই। তাকে আমরা কেউ চিনি না। তবে রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) নামের কাউন্সিলর আছেন।’