যুক্তরাষ্ট্র দূতাবাসের টেলিফোন নম্বরে পরিবর্তন

united-statesসুরমা টাইমস ডেস্কঃ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের টেলিফোন নম্বরে পরিবর্তন এসেছে। গ্রাহকরা ১ নভেম্বর থেকে সেবাগ্রহণের জন্য নতুন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
ফাইবার অপটিক লাইনে রূপান্তরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফোন নম্বরগুলোর ডিজিট ৭ থেকে ৮ এ গিয়ে দাঁড়াবে। নতুন সংযোগে থাকছে পরিষ্কার ফোন কল এবং দূতাবাসের বাইরে থেকে সরাসরি ডায়ালের সুবিধা।
বর্তমান নম্বরের শুরুতে থাকা ৮৮৫ পরিবর্তিত হয়ে ৫৫৬৬ হবে। যেমন বর্তমানে যে নম্বরটি ৮৮৫-৫৫০০ (২৭১৯) আছে সেটি পরিবর্তিত হয়ে ৫৫৬৬-২৭১৯ হবে। তবে দূতাবাসের সুইচবোর্ডের নম্বর এই ধরনটি অনুসরণ না করে সরাসরি ৫৫৬৬-২০০০ এ রূপান্তরিত হবে।
৫৫৬৬ নম্বর দ্বারা শুরু হওয়া নতুন ফোন লাইনগুলো ইতোমধ্যে চালু হয়েছে। ৮৮৫ দিয়ে শুরু হওয়া পুরনো লাইনগুলো এখনও চালু রয়েছে। নতুন ব্যবস্থায় কোনো সমস্যার উদ্ভব হয় কি না তা দেখার জন্য সেগুলো নিয়ে দূতাবাস এখনও কাজ করছে।
এখন থেকে নতুন নম্বরে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে মার্কিন দূতাবাস।