হরতালেও পরীক্ষা, উদ্বিগ্ন অভিভাবকরা

examসুরমা টাইমস ডেস্কঃ আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে সারাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রায় শোনার পরপরই তিন দিন (বৃহস্পতি, রবি, সোম) হরতাল ডেকেছে জামায়াত ইসলাম। ২ নভেম্বর অর্থাৎ দ্বিতীয় হরতালের দিন জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার সময় জামায়েতর এই হরতাল ডাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
রাজধানীর মোহাম্মদপুরের কাজি রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘কী করব বুঝতে পারছি না। রবিবার যদি পরীক্ষা হয়, তবে মেয়েকে নিয়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারব কি না, সেই শঙ্কায় আছি।’
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রথমদিন ২ নভেম্বর রবিবার জেএসসির বাংলা প্রথমপত্র, সোমবার বাংলা দ্বিতীয়পত্র এবং একই সময়ে রবিবার জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ এবং সোমবার আকাইদ ও ফিকহ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
হরতাল ঘোষিত হওয়ার পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল, ভাঙচুর এবং ধরপাকড়ের খবর পাওয়া যাচ্ছে। এদিকে পরীক্ষা পেছানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তবে একটি সূত্র জানিয়েছে, জামায়াত হরতাল প্রত্যাহার না করলে জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হবে। পেছানোর বিষয়টি নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী।সুরমা টাইমস ডেস্কঃ আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে সারাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রায় শোনার পরপরই তিন দিন (বৃহস্পতি, রবি, সোম) হরতাল ডেকেছে জামায়াত ইসলাম। ২ নভেম্বর অর্থাৎ দ্বিতীয় হরতালের দিন জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার সময় জামায়েতর এই হরতাল ডাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
রাজধানীর মোহাম্মদপুরের কাজি রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘কী করব বুঝতে পারছি না। রবিবার যদি পরীক্ষা হয়, তবে মেয়েকে নিয়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারব কি না, সেই শঙ্কায় আছি।’
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রথমদিন ২ নভেম্বর রবিবার জেএসসির বাংলা প্রথমপত্র, সোমবার বাংলা দ্বিতীয়পত্র এবং একই সময়ে রবিবার জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ এবং সোমবার আকাইদ ও ফিকহ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
হরতাল ঘোষিত হওয়ার পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল, ভাঙচুর এবং ধরপাকড়ের খবর পাওয়া যাচ্ছে। এদিকে পরীক্ষা পেছানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তবে একটি সূত্র জানিয়েছে, জামায়াত হরতাল প্রত্যাহার না করলে জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হবে। পেছানোর বিষয়টি নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী।