সিলেটে বিশ্ব ডিম দিবস-২০১৫ এর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

DSC_0936 copyবিশ্ব আন্তর্জাতিক ডিম দিবস ২০১৫ এর উপলক্ষে বাংলাদেশ পোল্ট্রিশিল্প সমন্বয় কমিটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. এম. গোলাম শাহী আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জিলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগ ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা সিলেটের ডা: মোঃ নুরুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার পাল, ম্যানেজিং ডিরেক্টর, ওয়েস্টার লি: বাংলাদেশ সিলেট শাখার মোঃ ইমরান হুসাইন, সভাপতি পোল্ট্রি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন সিলেটের মো: আলি হুসাইন, আরো বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ প্রফেসর ড. এ. এস. এম মাহবুব, এনাটমি এ্যান্ড হিস্টোলজি বিভাগ সিকৃবির প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগ সিকৃবি’র প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত।
অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সহযোগী অধ্যাপক সার্জারী এন্ড বেরিও যেলোজি বিভাগ সিকৃবি’র ডা: নাসরিন সুলতানা লাকী ও সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ সিকৃবি’র ড. মাহফুজুর রহমান।