ইতালীতে গোলাম আযমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

janaja-1ইতালি থেকে: ইতালীর রাজধানী রোমে গতকাল বাদ জুম্মা তরপিনাত্তারা সেন্ট্রাল মসজিদে গোলাম আযম এর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়, জানাযা পড়ান মজিদের সভাপতি মাওলানা আব্দুর রহিম। এসময় জানাযায় প্রায় ৬শত প্রবাসীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও রে-দি রোমা মুসলিম সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব মরহুমের গায়েবানা জানাযা পড়ান মসজিদের খতিব মাওলানা ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর সভাপতি মাহমুদ আহম্মেদ নাঈম, সহ সভাপতি ডঃ আবুল হাসেম, ইসলামিক ফোরাম ইউরোপ মেইনল্যান্ডের সহকারী কো-অর্ডিনেটর, হাফজ মাওলানা আমিনুর রহমান, ইসলামিক ফোরাম রোম এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এছাড়াও জানা যায়, ইতালী বিভিন্ন প্রধান শহরগুলির মধ্যে নাপলি, ভিসেনসা, পিজা, পালমা, পালেরমো, বলোনিয়া, ভেনেসিয়া, ইত্যাদি জায়গায় বিপুল পরিমান প্রবাসীরা অধ্যাপক গোলাম আজমের গায়েবানা জানায়ায় অংশগ্রহন করেন।
এসময় মরহুম গোলাম আজমের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। মুসলিম প্রবাসীরা মনে করেন দেশে মরহুমের মৃত দেহ ও জানাযা নিয়ে অনেকেই নানান রকম কথা বলছেন কিন্তু সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত ব্যক্তিকে নিয়ে কোন প্রকার মন্তব্য না করাই উত্তম।
উল্লেখ, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম (৯২) একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদন্ডপ্রাপ্ত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এর পরপরই রাজধানী ঢাকাসহ সারা দেশে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত ১১টা ৫২ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া গোলাম আযমের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।