নিজামী-সাঈদীর প্যারোলে মুক্তি চাইবে জামায়াত

nizami and Sayedeeসুরমা টাইমস রিপোর্টঃ গোলাম আযমের জানাজা পড়ানোর জন্য সরকারের কাছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চাইবে জামায়াত।
শুক্রবার সকালে জামায়াত ইসলামের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, গোলাম আযমের করে যাওয়া ওসিয়ত অনুযায়ী তাদের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। মৃত্যুর আগে গোলাম আযম বলে গিয়েছেন তার জানাজা যেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে পড়ানো হয়।
গোলাম আযম বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকাল ৭টার দিকে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমির কাছে গোলাম আযমের মরদেহ হস্তান্তর করা হয়। পরে মরদেহ তার মগবাজারের বাসায় নেওয়া হয়।