মুক্তিযোদ্ধা দলের আহবায়ক রাজ্জাক কারাগারে : বিক্ষোভকালে আটক ৭
সুরমা টাইমস রিপোর্টঃ মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলার আহবায়ক আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর মৃধা জামিন না মঞ্জুর কারে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনার প্রতিবাদে নগরীতে মিছিল বের করে বিএনপি ও অংগসংগঠন। এসময় মিছিলে ধাওয়া করে ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩০ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই মামলার আসামি আব্দুর রাজ্জাক।
সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেয়।
এদিকে, আব্দুর রাজ্জাকের জামিন বাতিল হওয়ায় তাৎক্ষনিক আদালতপাড়ার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অংগসংগঠন। জিন্দাবাজার পয়েন্টের সামনে যাওয়ামাত্র মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ। এসময় মিছিল থেকে ইমতিয়াজ হোসেন আরাফাত, তবারক আলী ও মুশাহিদ আলীসহ ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।