গোলাপগঞ্জ পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে নাগরিক হয়রানীর অভিযোগ
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন খোদ পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ৪নং ওায়ার্ড সদস্য মাহবুবুর রহমান চৌধুরী। তিনি অভিযোগ করেন বৈধ কাগজ পত্র থাকার পরও তাদের ব্যাক্তি মালিকানাধীন ভুমি সরকারী দেখিয়ে হয়রানী করার চেষ্টা করছেন পৌর প্রকৌশলী। গোলাপগঞ্জ কাচাঁ বাজার অবস্থিত তিন তলা দোকান কোটা নির্মানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), উপজেলা সার্ভেয়ার, তহশীল অফিসে যাচাই বাছাই করে গত বছর অনুমোদন দেয় । এসংক্রান্ত যাবতীয় নথি তার নিকট রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি এই ভবনটি নির্মাণ করতে গেলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী অনুমোদন বাতিল ও ৭দিনের কারন দর্শানোর করার জন্য নোটিশ দেওয়ায় হতবিহবল হয়ে পড়েন ভুমির মালিক । এব্যাপারে তিনি পৌর প্রকৌশলী কর্তৃক হয়রানি বন্ধ, তদন্ত পূর্বক ভবন নির্মাণের অনুমতি প্রদানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে পৌর প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জি কোন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বলেন নোটিশে আমার বক্তব্য রয়েছে ।