শ্রীমঙ্গলে চা জনগোষ্টী ও স্বল্প পরিচিত জাতী সমূহের ইন ডেপথ রিপোর্টিং বিষয়ক কর্মশালা

SAMSUNG CAMERA PICTURESমধু চৌবে.শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গলে চা জনগোষ্টী ও স্বল্প পরিচিত জাতী সমূহের ইন-ডেপথ রিপোটিং বিষয়ে সাংবাদিকদের দতা বিদ্ধি শীর্ষক ৪ দিন ব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট (সেড) এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। কর্মশালায় দেশের উত্তর- পূর্বাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল, উত্তর পূর্ব এবং চট্টগ্রাম অঞ্চলের প্রায় অর্ধশত সাংবাদিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন। সেড এর পরিচালক ফিলিফ গাইন এর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্যদেন মৌলভীবাজার প্রেসকাব সাধারণ সম্পাদক এম এম উমেদ আলী ও চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। চার দিন ব্যাপী এ কর্মশালার মুল উদ্দেশ্য চা জনগোষ্টী ও স্বল্প পরিচিত জাতী সমূহের অধিকার ও সামাজিক ন্যায় বিচার ইস্যুতে সাংবাদিকদের সম্পৃক্ত করা এবং তাদের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন তৈরীতে দক্ষতা বৃদ্ধি করা। এ কর্মশালার অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ও ইকো কো অপারেশন নেদারল্যান্ডস।