
কঠিন পরিস্থিতি আসতে পারে। এদেশ থেকে ইসলামী শিক্ষা সংস্কৃতি চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।জাতির ক্লান্তিকালে হক্কানী উলামায়ে কেরামের উচিত হলো সঠিক দিক নির্দেশনা প্রদান করা এবং ঐক্যবদ্ধ হয়ে দেশ ও ধর্মবিদ্বেষী অপশক্তির মোকাবেলা করতে হবে। কওমী মাদ্রাসাসমুহ সুস্থ জাতি-সমাজ গঠনে কাজ করছে।
যারাই মাদারিসে কাওমিয়ার বিরোধিতা করছে তারাই দেশ ও জাতির জন্য বিপদজনক । তিনি ২৪ জানুয়ারী রোববার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির মধ্য কানিশাইল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত মাহফিলে বিশেষ অতিথির বয়ান রাখেন আল্লামা শায়খ আব্দুল মুমিন ইমামবাড়ি, মাওলানা শায়খ জিয়া উদ্দীন, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা মুফতি মুজিবুর রহমান( চট্রগ্রাম), মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা সাইদুর রহমান,মাওলান ক্বারি আব্দুল মতিন,মাওলানা জাকারিয়া আদনান,মাওলানা মুসাহিদ কাসেমী,মাওলানা আজিজুর রহমান সিরাজ,মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা আহমদ আলি,মাওলানা আব্দুল আজিজ,মাওলানা ফয়সল আহমদ,মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ উলামায়ে কেরাম। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার,আরিফ বিল্লাহ,মুসাহিদ বীন বাহার।