সিলেটে বাস ধর্মঘট : লাঠি মিছিল, দুর্ভোগ

Bus Strikeসুরমা টাইমস ডেস্কঃ বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটে রবিবার ভোর ৬টা থেকে সিলেট থেকে দূরপাল্লার কোন বাস-মিনিবাস ছেড়ে যাচ্ছে না। এ কারণে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
তবে বাস ধর্মঘট থাকলেও নগরীতে যথারীতি সিএনজি অটোরিকশা চলাচল করছে। তবে সিএনজি অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।
এদিকে বাস-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তেরা মিয়া ও বাস-মালিক সমিতির নেতা মাখন মিয়ার নেতেৃত্বে রবিবার সকাল ১১টার দিকে কদতলী বাস টারমিনাল থেকে একটি লাটি মিছিল বের করে ধর্মঘট সমর্থকরা। মিছিলটি ক্বীন ব্রিজের মূখে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। পরে বাস শ্রমিকরা পুনরায় মিছিল সহকারে কদমতলী বাস টারমিনালে অবস্থান নেয়।
প্রসঙ্গত, শনিবার দুপুরে কদমতলীতে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হন। ভাঙচুর করা হয় অর্ধশত বাস ও সিএনজি অটোরিকশা। এর জের ধরে রবিবার সকাল ৬টা থেকে বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।