পরিবহণ সেক্টরে অচলাবস্থা নিরসনে মঙ্গলবার সমঝোতা বৈঠক
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের পরিবহণ সেক্টরে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে জেলা বাস মালিক-শ্রমিক এবং সিএনজি অটোরিকশা মালিক-চালকদের নিয়ে বৈঠক আহবান করা হয়েছে। আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘ওই বৈঠকের মাধ্যমেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।’
উল্লেখ্য, শনিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীতে সিএনজি অটোরিকশাচালক ও বাস চালক-শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং বাস ভাঙচুর ও হামলাকারীদের গ্রেফতার, ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় সিলেট বাস মালিক শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রোববার সকাল ৬টা থেকে চলছে বাস ধর্মঘট। ধর্মঘটের কারণে সিলেট-সুনামগঞ্জ, সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার জেলার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।