ছাত্রলীগ নেতা পিযুষের কারামুক্তি
সুরমা টাইমস রিপোর্টঃ দেড় মাস কারাভোগের পর সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সিলেট মহানগর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। কারা ফটকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতা সুপ্রিয় চক্রবর্তী রাজ, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা আনোয়ারুল হক আলম, মহানগর যুবলীগ নেতা বিক্রম কর সম্রাট, শাহনেওয়াজ আলম পলাশ, ছাত্রলীগ নেতা সজল দাস অনিক, ওলামালীগ নেতা ইমরান আহমদ প্রমুখ।
পিযুষের আইনজীবি এডভোকেট ময়নুল ইসলাম বলেন, মহানগর জেলা ও দায়রা জজের বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করায় পিযুষ কারামুক্ত হয়েছেন। প্রসঙ্গত চাঁদাবাজির অভিযোগে গত ৩১ আগস্ট, রবিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে ওই সময় জানিয়েছিলেন কোতোয়ালী থানার তৎকালীন ওসি মনিরুল ইসলাম।