মাছের ওজন ৩ মণ, দাম ১ লাখ ২০ হাজার টাকা!

tiger fish sylhetসুরমা টাইমস ডেস্কঃ সুরমা নদীর শাখা নদীতে বিশালাকার ‘বাঘ মাছ’ ধরা পড়েছে। প্রায় তিন মণ ওজনের মাছটি মঙ্গলবার নগরীর লালবাজার মৎস্য বাজারে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গত সোমবার রাতে নগরীর কুশিঘাট নয়াবস্তির ইসমাইল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।
কুশিঘাট এলাকার ইমতিয়াজ রহমান ইনু জানান- সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুরমা নদীর শাখা নদী কুই নদীতে নয়াবস্তির ইসমাইল মিয়ার জালে বাঘ মাছটি ধরা পড়ে। এর মাছটি সুরমা নদীতে বেঁধে রাখা হয়। গতকাল মঙ্গলবার বাঘ মাছটি লালবাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন ইসমাইল মিয়া।
কুশিঘাটের আবদুর রহমান জানান- কুই নদীতে ধরা পড়া বিশালাকার বাঘমাছ সচরাচর নদীতে ধরা পড়ে না। আগে শীত মৌসুমে নদীতে এরকম বড় বড় মাছ প্রায়ই জেলেদের জালে ধরা পড়ত। কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়ায় গত দুইযুগেও এতো বড় মাছ ধরা পড়তে দেখা যায়নি।
লালবাজারের মৎস্য ব্যবসায়ী সাদেক আহমদ জানান- ৬০ হাজার টাকা দিয়ে তিনি ইসমাইল মিয়ার কাছ থেকে মাছটি কিনেছেন। এরপর লালবাজারে এনে নগরীতে মাইকিং করান। বিশালাকার মাছটি দেখতে শত শত লোক ভিড় করেন। পরে মাছটি কেটে বিক্রি করা হয়। প্রতি কেজি মাছ ১ হাজার টাকা দামে বিক্রি করা হয়েছে। তিন মণ ওজনের মাছটি বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পেয়েছেন বলে জানান।