ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে বিএনপি’র সমাবেশ

photo2বিশ্বনাথ প্রতিনিধি: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে নিয়ে জাতীয় পার্টির দুই নেতার কটুক্তির প্রতিবাদে গত সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় পনাউল্লাহবাজারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদ হোসেন বজলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুজ্জামান সমছু, বর্তমান আহবায়ক কমিটির সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, আব্দুল হাই, বশির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ নূরউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা যুবদল নেতা কামাল হোসেন লিলু।
ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, তাজুল ইসলাম, গোবিন্দ মালাকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসিকুর রহমান রানা, তাজউদ্দিন আহমদ কিনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সুমন, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক সুন্দর আলী, সেচ্ছাসেবকদল নেতা আব্দুল মন্নান, ছাত্রদল নেতা শিপন, আলেক্স।
সমাবেশে বক্তারা বলেন, প্রিয় জননেতা নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তিকারীদেরকে ক্ষমা চাইতে হবে। অন্যতায় তাদেরকে প্রতিহত করা হবে। সমাবেশে বক্তরা ইলিয়াস আলীকে অভিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ইলিয়াস সন্ধানে বিশ্বনাথে যুবদলের মিছিল-সমাবেশ

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে যুবদল মিছিল-সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলা সদরের নতুনবাজারস্থ হাজী ময়না মিয়া সুপার মার্কেটের সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে ‘বাসিয়া সেতুর ওপর’ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুরউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সুরমান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোনায়েম খান, বিএনপি নেতা ইউনুছ আলী, মানিক মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোজাহিদ আলী, সোহাগ আহমদ চন্দন, আবেদুর রহমান আছকির, আবদুল লতিফ, সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক কয়েছ মিয়া, জোয়াদ আলী, আশিকুর রহমান রানা, ফয়জুল ইসলাম, যুবদল নেতা হাসমত আলী, শানুর আলী, সাইমুদ্দিন, ইসলামউদ্দিন, নেছার আহমদ, সুন্দর আলী, রিপন মিয়া, সৈয়দুর রহমান (সৈয়দ),আজমল খান, জাহান আলী, মাসুদ আহমদ, শামিম আহমদ, তোতা মিয়া, সেবুল মিয়া, আবদুল কাদির,বাবুল মিয়া, সাদেক আলী, সালেহ আহমদ, মোহাম্মদ আলী লিটন, শাহজাহান, সুরাব আলী, গিয়াসউদ্দিন, আবদুল গণি, রুহেল মিয়া, পিয়ার আলী, শাহ বাবুল আহমদ,বাছিত মিয়া, রুহান মিয়া, আবদুল আহাদ, আবদুল আমিন, লিটন মিয়া, বজলু মিয়া, দিলোয়ার, লুৎফুর রহমান, আবদুল হক, ওয়াসিমউদ্দিন, রুবেল, লিটন, আবদুল সালাম, সেচ্ছাসেবকদল নেতা মুছা মিয়া, ছইল ইসলাম, আলাউদ্দিন, লিয়াকত আলী, কামরুল হাসান।
সভায় বক্তারা বলেন, জাপা নেতাদের ইলিয়াস আলীর বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিলম্ভে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানান।

দুই যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক শামিম আহমদকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান সাক্ষরিত ওই দুই যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ওই দুই যুবদল নেতা কে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবেনা সাত দিনের মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক আহমদ নুরউদ্দিনের কাছে কারণ দর্শানোর অনুরুধ করা হইল। দুই যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের সত্যতা স্বীকার করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান।