বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনে মোমিন সভাপতি জুয়েল সম্পাদক নির্বাচিত
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত নির্বাচনে ৪৮টি কাবের ৯৬ জন প্রতিনিধি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ২০১৪-১৫ মৌসুমের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ৯টি পদের ৬টিতে ১২জন প্রার্থী একে অপরের সাথে প্রতিদ্বন্দিতা করেন। ২টি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ জন আর ১টি পদে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচনে ৪৮টি ভোট পেয়ে শামছুল ইসলাম মোমিন (ক্রিকেট ব্যাট প্রতিক নিয়ে) সভাপতি, ৫১টি ভোট পেয়ে জুয়েল আহমদ (ক্যাপ প্রতিক নিয়ে) সাধারণ সম্পাদক ও ৭২টি ভোট পেয়ে কামাল মিয়া (কাপ-ফিরিচ প্রতিক নিয়ে) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, কমিশনারের দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদউদ্দিন, সুব্রত দে সুমন, আক্তার হোসেন, কাওছার আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শুভরাজ চন্দ। এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, বালাগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বশির আহমদ, সহ-সভাপতি শিব্বির আহমদ।
নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে শেখ সালাহউদ্দিন (ক্রিকেট বল প্রতিক নিয়ে) ৪৬টি, প্রথম সহ-সভাপতি পদে রুহেল খান (স্ট্যাম্প প্রতিক নিয়ে) ৪৮টি, জামালউদ্দিন (হেলমেট) ৪৬টি, দ্বিতীয় সহ-সভাপতি পদে তপন মালাকার (কম্পিউটার) ৫০টি, শিপন আলী (দেয়াল ঘড়ি) ৪৩টি, সাধারণ সম্পাদক পদে রহিম আহমেদ (জার্সি) ৪৩টি, প্রথম যুগ্ম-সম্পাদক পদে জুয়েল আহমদ (ট্রফি) ৫০টি, মিজানুর রহমান সুমেল (পেড) ৪৩টি, সাংগঠনিক সম্পাদক পদে সাফিউর রহমান (থালা) ২০টি ভোট পান। এছাড়া দ্বিতীয় যুগ্ম-সম্পাদক পদে তৈয়ব আলী ও প্রচার সম্পাদক পদে তালহা-বিন সুয়াইদ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচত হন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।