বিএনপির নেত্রী গণতন্ত্রের ভাষা বুঝেন না : সুরঞ্জিত সেনগুপ্ত

suramjeetজুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ভোটের মাধ্যমে তাদের জন্ম হগয়নি, জন্ম হয়েছে সেনা ক্যাম্পে। এ দলের নেত্রী গণতন্ত্রের ভাষা বুঝেন না যার জন্য তারা ৫ই জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়ার কেশারত দিয়ে যাচ্ছেন। বিএনপির আমলে জঙ্গিবাদের উতথান হয়েছে দাবি করে সুরঞ্জিত বলেন, তারা আমাদের নেত্রীকে হত্যা কারর জন্য ঢাকার আওয়অমীলীগের জনসভায় বোমা ফাটিয়ে ছিল এ সন্ত্রাসী দল। একই ভাবে আমাকে হত্যা করার উদ্ধেশ্যে দিরাই-শাল্লায় আওয়ামীলীগের জনসভায় বোমা ফাটিয়েছিল তারা। আওয়ামীলীগ সনাত্রাসী দল নয়, আওয়ামীলীগ সাম্প্রদায়ীক সম্পৃতির রাজনীতি করে। তিনি আরো বলেন, ধর্মের উপর আঘাত এনে লতিফ সিদ্দীকির যে বক্তব্য দিয়েছেন এটা তার ব্যক্তিগত বিষয়, এর দায়ভার তাকেই নিতে হবে। দেশবাসীর সাথে সাথে আওয়ামীলীগও চায় তার উপযুক্ত শাস্তি হোক। গতকাল শনিবার দিরাই উপজেলা সেচ্ছাসেবকলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহাজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলতাব উদ্দিন, সহসভাপতি প্রবাকর চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ আরো অনেকে। সম্মেলনে শাহাজাহান সরদারকে সভাপতি, সিনিয়র সহসভাপতি আনোয়র রেজা ওদুদ, সামছুল আলম, লিটন মিয়া, হাইয়ুম মিয়া, জসিম উদ্দিন ও বিশ্বজিত রায় বিশুকে সাধারণ সম্পাদক এবং মহিবুর রহমান ওজুদকে সাংহঠনিক করে উপজেলা কমিটি গঠন করা হয়।