জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাইয়ে দু’দল গ্রামবাসীর সংঘষের প্রস্তুতি কালে সুন্দর মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃতু হয়। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্নাগাও গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে সামছুল হক (৩৫), রুহুল আমিন (৩০) ও রেজাউনসহ কয়েক জনের সাথে সুন্দর মিয়ার গ্র“পের লোকজনের কথা কাটাকাটি জের ধরে গতকাল শনিবার সকাল ১০টা দিকে উভয় প তাদের লোকজন নিয়ে সংঘষের প্রস্ততি চলাকালে সুন্দর মিয়া সেখানেই ঢলে পরেন, তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়না তদন্তে জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।