ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ব্যক্তি আহত

ফাইল ফটো
ফাইল ফটো

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সালিশ বৈঠকে হামলার ঘটনায় দু’পরে সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। ঈদেরদিন সন্ধ্যায় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র মইজ উদ্দিন ও মজমল আলীর পূর্ববিরোধ নিস্পত্তির ল্েয এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে কথা কাটাকাটির জের ধরে দু’পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পরে অন্তত ১৫ব্যক্তি আহত হয়। গুরুতর আহত দেলোয়ার হোসেন (৩৫), ফয়সল আলম (২৫), আবদুল হামিদ (৪২), জগলু মিয়া (২২), দিলদার হোসেন (২০) ও কয়ছর মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মানিক (৪৫), আয়াজ আলী (৩৩), শাবাজ আলী (৪৬), সুমন (২৫), আবু তাহের (২২), সেলিম (২২), আকবর আলী (১৯), শিপন (২৪)সহ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।