ছাতকে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার, থানায় মামলা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে আশিকুল ইসলাম (২৬) নামের এক এিনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই গ্রামের ফসলী জমি থেকে তবিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশিকুল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুরের আবদুল মালিকের পুত্র। জানা যায়, ঈদের আগেরদিন রাতে ছাতক থেকে রিজার্ভযাত্রী নিয়ে গেলে বাড়িতে আর ফিরেনি সে। ঈদেরদিন স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও সিএনজি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই ময়নুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-০৫, তাং-০৮/১০/১৪ইং) দায়ের করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন আসামী গ্রেফতারের খবর পাওয়া যায়নি।